নিউ মেক্সিকোর লাস ক্রুসেসের একটি পার্কে গোলাগুলির জেরে মৃত্যু হয়েছে তিনজনের। জখম ১৫। গভীর রাতে ঘটেছে ঘটনাটি। তদন্ত নেমে পুলিসের প্রথমে মনে হয়েছিল, কোনও বন্দুকবাজদের হামলার জেরে এই ঘটনাটি ঘটেছে। পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিস জেনেছে, ওই পার্কে একটি গাড়ির প্রদর্শনী ছিল। যদিও তাঁর কোনও অনুমতি ছিল না। সেই প্রদর্শনীর জন্যই ওই পার্কে জড়ো হয়েছিল তরুণ-তরুণীরা। আচমকাই ওই প্রদর্শনীতে কোনও গন্ডগোল হয়, যার জেরে গোলাগুলি শুরু হয় দুই পক্ষের মধ্যে। যার ফলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তিনজনের। জখম হন ১৫ জন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। মৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিস। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। প্রতিবেদন সূত্রের খবর, বেআইনি একটি কার শো- ঘিরে এই ঝামেলা হয়। লাস ক্রু সিজ় শহরের পুলিশ প্রধান জেরেমি স্টোরি জানিয়েছেন, এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে তদন্ত চলছে। নিহতদের মধ্যে ১৯ বছরের এক তরুণ এবং ১৬ বছরের এক নাবালকও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ২টি গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়, তা ঘিরে পরে গুলি বিনিময় শুরু হয়। তার মাঝে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে, একাধিক ব্যক্তি জখমও হয়েছেন। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থল থেকে অন্তত ৫০-৬০টি গুলির খোল মিলেছে বলে পুলিশ জানিয়েছে। যখন এই ঘটনা ঘটে তখন সেখানে অন্তত ২০০ লোকের জমায়েত ছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মডিফায়েড গাড়ির শো ছিল, তা ঘিরেই গন্ডগোল বাঁধে। আমেরিকায় প্রায়শই মাস শুটিংয়ের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। প্রতি ঘটনার পরেই বার বার আলোচনায় এসেছে সেদেশের অস্ত্র আইনের বিষয়টি। এই আইনের পরিবর্তন করা হবে কি না তা নিয়ে রাজনৈতিক টানাপড়েনও চলেছে। প্রতি রাজ্যে অস্ত্র আইন সংক্রান্ত আলাদা আলাদা বিধি হয়েছে। যেখানে এই ঘটনা ঘটেছে, সেই নিউ মেক্সিকোতে নাগরিকরা খোলাখুলি সঙ্গে অস্ত্র নিয়ে ঘুরতে পারেন, এমন অধিকার তাঁদের রয়েছে।
