কলকাতা

সিন্ডিকেট দৌরাত্ম্যে এন্টালিতে চলল গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে জখম মূক ও বধির প্রৌঢ়

সিন্ডিকেট দৌরাত্ম্যে ফের কলকাতা শহরে গুলি চলল ৷ আর সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জখম হয়েছেন মূক ও বধির এক ব্যক্তি ৷ তিনি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে এন্টালি থানার পটারি রোডে ৷ মঙ্গলবার রাত পৌনে একটা নাগাদ গুলি চালনার ঘটনায় গুরুতর জখম হন বছর ৬৩র রতন কুমার সাঁধুখা। ভাইয়ের বাড়ি থেকে রাতের খাবার খেয়ে দাদার দোকানে ঘুমোতে যাচ্ছিলেন মুক ও বধির এই এই বৃদ্ধ। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে গলির মধ্যে গুলিবিদ্ধ হন তিনি। গুলিবিদ্ধ হয়ে দৌড়ে বাড়িতে আশ্রয়  নিলে তাঁর আত্মীয়রা এন্টালি থানার পুলিশকে খবর দেয়। পুলিশের সাহায্যে ওই বৃদ্ধকে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী দীপক দাস বাইক নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ করে গুলি করে স্থানীয় আর এক তৃণমূল কর্মী তপন হালদার। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বৃদ্ধের পেটে গিয়ে লাগে। জানা গেছে, দীপক দাস ও তপন হালদার এরা দু’জনেই ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত। রাতেই ডিসি (ইএসডি) প্রিয়ব্রত রায়ের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে এন্টালি থানার বিরাট পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত। রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডিসি ইএসডি প্রিয়ব্রত রায় ৷ তিনি জানিয়েছেন, সঠিক কী ঘটনা ঘটেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে ৷ এর পিছনে সিন্ডিকেটের হাত রয়েছে, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷