চলন্ত ট্রেনে আরপিএফ জওয়ান ও এক এএসআইয়ের মধ্যে বিবাদের ভয়ঙ্কর পরিণতি। ক্ষোভের প্রতিক্রিয়া স্বরূপ কনস্টেবলের ছোড়া এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন ওই এসএসআই সহ ৪ জন। মৃতদের মধ্যে বাকি ৩ জন রেলের সাধারণ যাত্রী বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ, সোমবার ভোর ৫টা নাগাদ জয়পুর থেকে মুম্বইগামী ট্রেনের ভিতর, মুম্বইয়ের বোরিভালি ও মীরারোড স্টেশনের মাঝামাঝি স্থানে। সকাল ৬টা নাগাদ রেল কর্তৃপক্ষের কাছে খবর আসে, জয়পুর এক্সপ্রেসের বি-ফাইভ কামরায় এক দুর্ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে কর্তব্যরত আধিকারিকরা বিস্মীত হয়ে যান। জানা গিয়েছে, কোনও কারণে এএসআই টিকা রামের সঙ্গে ঝামেলা চলছিল কনস্টেবল চেতন চৌধুরীর। সেই সময় আচমকাই নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিজের স্বয়ংক্রিয় রাইফেলটি দিয়ে এএসআইয়ের দিকে এলোপাথাড়ি গুলি ছোড়া শুরু করে চেতন। এক নাগাড়ে ১২ রাউন্ড ফায়ার করে ওই কনস্টেবল। এএসআই টিকা রামের পাশাপাশি আরও ৩ যাত্রী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। এরপর চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে চম্পট দেয় চেতন। যদিও পরে তাকে পাকড়াও করে জিআরপি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। কীভাবে ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছে রেল।