প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘দেশে সাম্প্রতিক যে হিংসা-অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, আগুন জ্বলেছিল, তার জন্য দায়ী শুধুই নূপুর শর্মা। এই জন্য প্রকাশ্যে সমস্ত গোটা দেশের কাছে কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর।’ পয়গম্বরকে নিয়ে তাঁর কুরুচিকর মন্তব্যের দেশের বিভিন্ন প্রান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। তার জেরে বিভিন্ন রাজ্যের একাধিক থানায় এফআইআর দায়ের হয়েছে নূপুরের নামে। এই সমস্ত এফআইআর দিল্লিতে ‘ট্রান্সফার’ করতে আবেদন জানিয়েছিলেন তিনি। এই আবেদন খারিজ তো হয়েছেই, নূপুরকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট বলে, দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল তাঁর জন্যই। কোনওরকম সুরাহা পেতে হাইকোর্টের দ্বারস্থ হতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।