দেশ

আপাতত জেলেই থাকছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবা, নির্দেশ সুপ্রিমকোর্টের

এখনই মুক্তি পাচ্ছেন না দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবা। দিল্লি ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর মাওবাদীদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন দীর্ঘদিন আগেই। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো সুপ্রিম কোর্ট আজ। দিল্লী ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবার বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন যাবত মাওবাদীদের সঙ্গে সম্পর্ক রেখে এসেছেন। প্রসঙ্গত ২০১৪ সালে মিস্টার সাইবাবা গ্রেপ্তার হন। ২০১৭ সালে তিনি মহারাষ্ট্রের গদচিরলি জেলার দায়রা আদালতে দোষী সাব্যস্ত হন। জিএন সাইবাবার বিরুদ্ধে সমস্ত রকম প্রমাণ আদালতে পেশ হয়েছে। মিস্টার সাইবাবাকে অবশ্য বোম্বে হাইকোর্ট বেকসুর খালাস করেছিল। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। অন্যদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে জিএন সাইবাবার মুক্তির ব্যাপারে বোম্বে হাইকোর্টের যাবতীয় আদেশ স্থগিত করা হল আজ। সুপ্রিম কোর্টের তরফ থেকে বোম্বে হাইকোর্টের রায় স্থগিত করে বলা হয়েছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয়েছেন জিএন সাইবাবা। তাঁর অপরাধ সমাজের স্বার্থ, সার্বভৌমত্ব এবং ভারতের অখন্ডতার বিরুদ্ধে। প্রসঙ্গত, শীর্ষ আদালতে জিএন সাইবাবার তরফের আইনজীবী শীর্ষ আদালতের কাছে অনুরোধ জানিয়েছিলেন, জিএন সাইবাবা শারীরিকভাবে সুস্থ নন। তাঁর পরিবার রয়েছে। সেক্ষেত্রে তাঁকে যেন গৃহবন্দী রাখা হয়। কিন্তু এই আবেদনের বিরোধিতা করে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, বর্তমানে শহুরে নকশালরা গৃহবন্দী হতে চান। কিন্তু বাড়িতে থেকেও সব কাজ করা যায়। সেক্ষেত্রে গৃহবন্দী কখনোই বিকল্প হতে পারে না। শনিবার শীর্ষ আদালত জরুরী ভিত্তিতে এই মামলার শুনানি করে। বর্তমানে জিএন সাইবাবা নাগপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি।