তথ্য বিকৃত করে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা হচ্ছে
বিজেপির নবান্ন অভিযানের সময় অস্ত্র হাতে পুলিশের কাছে ধরা পড়ে এক বিজেপি কর্মী। ঘটনার সময় ধ্বস্তাধস্তিতে তার মাথার পাগড়ি খুলে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয় রাজ্য রাজনীতিতে। বিভিন্ন ভাবে সেই ঘটনাকে তুলে ধরে বার্তা দেওয়ার চেষ্টা করা হয় যে রাজ্য সরকার শিখদের প্রতি অসহিষ্ণু। তাঁদের ধর্মকেও শ্রদ্ধা জানায় না। কিন্তু এই দাবি ও প্রচার যে সম্পূর্ণ মিথ্যা তা তুলে ধরতেই এবার ট্যুইট করে গোটা ঘটনা নিয়ে রাজ্য সরকারের বক্তব্য জানিয়ে দিল। টুইট করে স্বরাষ্ট্র দফতর জানায়,’বাংলায় শিখ ভাইবোনেরা শান্তিতে আছেন। আমরা তাঁদের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করি। সম্প্রতি বেআইনি বিক্ষোভে একটি ঘটনা ঘটে। বেআইনি অস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়। সেই ঘটনাকে বিকৃত করে দেখানো হচ্ছে। নির্দিষ্ট স্বার্থে বিষয়টিকে সাম্প্রদায়িক রং দেওয়া হচ্ছে। সংকীর্ণ স্বার্থে সাম্প্রদায়িক রং দিচ্ছে একটি রাজনৈতিক দল। বাংলা এটা বিশ্বাস করে না। পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করেছে। শিখ সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকার পূর্ণ শ্রদ্ধাশীল।’ উল্লেখ্য বিজেপির নাম না নিয়েই এই ট্যুইটে অভিযোগ করা হয়েছে যে তারা এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দিয়ে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এমনকি নবান্ন সূত্রে এটাও জানা গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে যে বা যারা অপপ্রচার, কুত্সা, সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করছে বা সেই ধরনের কোনও পোস্ট শেয়ার করছে তাঁদের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজন হলেই পুলিশ তাদের ধরপাকড়ের কাজ শুরু করবে।