জেলা

‘কয়লা মাফিয়া’ তথা বিজেপি নেতা রাজু ঝা খুনের তদন্তে সিট গঠন, নেতৃত্বে জেলা পুলিশ সুপার

শক্তিগড়ে ‘কয়লা মাফিয়া’ তথা বিজেপি নেতা রাজু ঝাকে গুলি করে খুনের ঘটনায় গঠন করা হল সিট । দলের নেতৃত্বে রয়েছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন। রয়েছেন আরও ১১ জন সদস্য। শনিবার রাতে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে শুটআউটে নিহত কুখ্যাত কয়লা মাফিয়া রাজেশ ওরফে রাজু ঝা। জানা গিয়েছে, এক সময় আসানসোলের রানিগঞ্জ এলাকায় সাইকেল চুরিতে নাম জড়িয়েছিল রাজু ঝার ৷ তখন বাম জমানা ৷ ওই এলাকায় তখন বেআইনি কয়লার রমরমা কারবার ৷ কয়লা মাফিয়াদের সঙ্গে হাত মেলায় রাজু। কয়েক দিনের মধ্যেই রাজু ঝা হয়ে ওঠেন এলাকার ‘ডন’।