দেশ বিদেশ

আগামী ২১ জুন সূর্যগ্রহণ

আগামী ২১ জুন সকাল ৯টা ১৫ মিনিট থেকে শুরু হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। সবথেকে বেশি প্রভাব থাকবে ১২টা ১০ মিনিটে। এই গ্রহণও ভারতে দেখা যাবে। সঙ্গে দক্ষিণ পূর্ব ইউরোপ, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকায়। এই দিনটিতে পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে, ফলে চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্যের মাঝের অংশ। শুধুমাত্র বহিরাংশের আলোর ছটা দৃশ্যমান হবে। উত্তর ভারত এবং পাকিস্তান, চিন থেকে দেখা যাবে সূর্যের বলয়। এছাড়া মধ্য আফ্রিকার ইথিওপিয়া, কঙ্গো থেকেও দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ। নিশ্চয়ই ভাবছেন কখন দেখা যাবে সেই সৌরবলয়? বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী , ওইদিন রাত ১২.১০ নাগাদ হরিয়ানা, রাজস্থান, দেরাদুন এবং দিল্লির কয়েকটি অংশ থেকে সবচেয়ে ভালভাবে মহাজাগতিক এই ঘটনা চাক্ষুষ করতে পারবেন বাসিন্দারা।