জেলা

‘অযোগ্য কিছু নেতার জন্য খেসারত দিচ্ছে দল’, ফের বিস্ফোরক বিজেপির নেতা সৌমিত্র খাঁ

পঞ্চায়েত ভোটের আগে বিজেপির পর্যবেক্ষকের পদ থেকে সরে এলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ । এরপর ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতবর্ষের যশস্বী, সন্মানীয়, আদরনীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী ও অমিত শাহ জীর আর্শীবাদ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, এই বিষয়ে কোনও অবকাশ নেই। এর আগেও আমার উপর অনেক আঘাত এসেছে, শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব।’ এরপরই সৌমিত্রর সংযোজন ‘যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল’ এটা আমি সর্বদা বলবই।’ তাঁর এরকম সোশ্যাল মিডিয়া পোস্টের পর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে সৌমিত্র খাঁ জানান, রাজনীতিতে লড়াই করতে হয়, জিততে হয়। বাংলায় যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁদের দেখে নয়, অমিত শা, মোদিজিকে দেখে বিজেপি করতে এসেছেন। অযোগ্যদের মাথায় তুলে রাজনীতি করা খুবই কঠিন। পাশাপাশি তাঁর বক্তব্য, প্রতি মাসে শুধু দলের কমিটি বদল করা হচ্ছে। দুর্নীতির কথা তুলে তৃণমূল ছেড়েছিলেন। কিন্তু তাঁদের নেতৃত্বের গাফিলতির জন্যই পেছনের দিকে হাঁটছেন তাঁরা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার প্রস্তুতির জন্য একটা জোন ভাগ করা হল। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, ‘মানুষ বিজেপিকে চাইলেও কিছু অযোগ্য নেতাদের জন্য খেসারত দিতে হচ্ছে। পঞ্চায়েত ভোটের ফল বের হওয়ার পর আর কোনও উপায় থাকবে না। জেতাটাই বড় কথা। বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানোটাই এখন কাজ। তাতে কী পদে থাকলেন সেটা বড় কথা নয়।’