কলকাতা

শিয়ালদা ডিভিশনে ফের পাওয়ার ব্লক, দুর্ভোগের আশঙ্কা!

শিয়ালদা ডিভিশনে আবারও ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে হতে চলেছে ট্রেন নিয়ন্ত্রণ। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে ১০ নম্বর ব্রিজে গার্ডারিং সংক্রান্ত কাজের জন্য শিয়ালদা ডিভিশনের দমদম জংশন-বারাসত সেকশনে মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝে ২৯ তারিখ রাত থেকে ৩০ তারিখ সকালের মধ্যে নির্দিষ্ট সময়ে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ তারিখ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল সাড়ে ১০টা, অর্থাৎ ১২ ঘণ্টা ডাউন লাইনে এবং ২৯ তারিখ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল সাড়ে ৮টা অর্থাৎ ১০ ঘণ্টা আপ লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন থাকছে। এর ফলে ওই নির্দষ্ট সময়ে ওই লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হবে। সেহেতু শনিবার যাত্রা সংক্ষিপ্ত হতে চলেছে একাধিক ট্রেনের। তার মধ্যে থাকছে বনগাঁ-শিয়ালদা লোকাল ও শিয়ালদা-বনগাঁ লোকাল। এই ট্রেনগুলি বারাসত পর্যন্ত আসবে ও সেখান থেকেই ছাড়বে। এছাড়া শনিবার বাতিল থাকছে একটি করে আপ ও ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল ও হাসনাবাদ-শিয়ালদা লোকাল।

29 জুন শনিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা :

বনগাঁ-শিয়ালদা : ডাউন 33856, 33860 / আপ 33861, 33863

হাসনাবাদ-শিয়ালদা : ডাউন 33538 / আপ 33533

30 জুন রবিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা :

হাসনাবাদ-শিয়ালদা : ডাউন 33512 / আপ 33513

বনগাঁ-শিয়ালদা : ডাউন 33812, 33814, 33818, 33820 / আপ 33811, 33813, 33815, 33817

দত্তপুকুর-শিয়ালদা : ডাউন 33612, 33616, 33618, 33620 / আপ 33613, 33615

লক্ষ্মীকান্তপুর-নামখানা : ডাউন 34924 / আপ 34923

মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর : ডাউন 30712 / আপ 30711

বনগাঁ-মাঝেরহাট : ডাউন 30342

হাবরা-শিয়ালদা : ডাউন 33652 / আপ 33651

বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি : আপ 30145

মাঝেরহাট-বারাসত : আপ 30351

মাঝেরহাট-মাধ্যমগ্রাম : আপ 30357 / ডাউন 30358

বারাসত-বনগাঁ : আপ 33361

বারাসত-শিয়ালদা : ডাউন 33432, 33434 / আপ 33431, 33435, 33439

বারাসত-দত্তপুকুর : আপ 33357

29 জুন শনিবার বারাসতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ওই স্টেশন থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে যে সকল ট্রেন :

বনগাঁ-শিয়ালদা : 33858

শিয়ালদা-বনগাঁ : 33859

30 জুন রবিবার বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ওখান থেকেই সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে যে সকল ট্রেন :

বনগাঁ-শিয়ালদা : 33816, 33822, 33824, 33826

হাসনাবাদ-শিয়ালদা : 33514, 33516, 33518

হাবরা-শিয়ালদা : 33654

বনগাঁ-মাঝেরহাট : 30344

হাসনাবাদ-বিবাদী বাগ : 30322

শিয়ালদা-বনগাঁ : 33819, 33821, 33823

শিয়ালদা-হাসনাবাদ : 33511, 33515, 33517, 33519

শিয়ালদা-হাবরা : 33653

শিয়ালদা- গোবরডাঙা : 33681

মাঝেরহাট-দত্তপুকুর : 30317

শিয়ালদা-দত্তপুকুর : 33617

মাঝেরহাট-হাসনাবাদ : 30361

30 জুন রবিবার রানাঘাট স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করা ট্রেনের তালিকা :

গেদে-মাঝেরহাট : 30142

30 জুন রবিবার যে সব মেইল/এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন হয়েছে :

13129 বন্ধন এক্সপ্রেস

30 জুন রবিবার যেই ইএমইউর সময় পরিবর্তন হয়েছে :

33828 ডাউন বনগাঁ-শিয়ালদা