ছাদ থেকে ঝুলছে একটা বাচ্চা। মৃত্যু ভয়ে অঝোরে কেঁদে চলেছে ছেলে। তাঁর নিজেরই বাবা (Father) তাঁর পা ধরে ঝুলিয়ে রেখেছে ছাদ থেকে। এ দৃশ্য দেখে শিউরে ওঠেন প্রতিবেশীরা। খবর যায় পুলিশে। ভাইরাল হল ভিডিয়ো। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগরে। এ নিয়ে হইচই শুরু হতেই অভিযুক্ত বাবা বিশ্বজিৎ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। ছেলে বাড়ি থেকে টাকা চুরি করেছে, সেই সন্দেহে ছেলেকে ছাদ থেকে ঝুলিয়ে রাখল বাবা। ১১ বছরের ছেলে লাগাতার কাকুতিমিনতি করেও রেহাই পায়নি বাবার হাত থেকে। শেষে প্রতিবেশীরাই খবর দেয় পুলিশে। ইতিমধ্যেই ভাইরালও হয়েছে ভিডিওটি।