কদিন আগেই করোনায় কাবু ছিল দিল্লি। দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে। যতটা দ্রুত কোভিড সংক্রমণের গ্রাফ উঠেছিল দিল্লিতে, তত দ্রুতই তা নেমেও যায়। এখন দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজারের নিচে। পজেটিভিটি রেট ১২ শতাংশের কাছাকাছি। ফলে করোনা নিয়ে চিন্তা কমছে। এদিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানালেন, এভাবে চলতে থাকলে খুব দ্রুত কোভিড বিধিনিষেধ তুলে নিয়ে দিল্লিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হয়। সেই দিকে প্রশাসন কাজও শুরু করেছে বলে কেজরি জানান। দিল্লিতে এখন করোনার কারণে সপ্তাহন্তে কার্ফু, নৈশ নিয়ন্ত্রণ সহ নানা কঠোর বিধিনিষেধ চালু আছে। সব বেসরকারী অফিস বন্ধ করে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়িত থেকে কাজের নির্দেশিকাও জারি হয়েছে দেশের রাজধানী শহরে। যদিও গণপরিবহণে ৫০ শতাংশ যাত্রী তোলা যাবে, এই নিয়ম বাধ্য হয়েই প্রত্যাহার করা হয়েছে।