বিনোদন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। তাঁর রক্তচাপ স্বাভাবিক। তবে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম বলে জানাচ্ছেন চিকিৎসকরা।প্রয়োজন মতো তাঁর অক্সিজেন থেরাপি চলছে। আগের থেকে কিছুটা স্থিতিশীল রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত মঙ্গলবার কিংবদন্তি অভিনেতার কোভিড পজিটিভ হওয়ার কথা জানা যায়। শোনা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিত্‍সকের পরামর্শে তাঁর করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপরই মধ্য কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয় প্রবাদপ্রতীম শিল্পীকে। শুক্রবার বিকেল পর্যন্ত খবর ছিল ভালই আছেন ৮৫ বছরের অভিনেতা। বৃহস্পতিবারও তাঁর জ্বর আসেনি। কিন্তু কিছুক্ষণ পরই শোনা যায়, কিবদন্তি অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছে। রক্তচাপও অনিয়মিত। সেই কারণেই নাকি তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয়েছে। সৌমিত্রবাবুকে পর্যবেক্ষণে রাখার জন্য নাকি চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁরাই নিয়মিত বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্যের খেয়াল রাখছেন। আজ একটু হলেও স্বস্তির খবর মিলেছে। জানা গিয়েছ, কিংবদন্তি অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। রক্তচাপ স্বাভাবিক। নিঃশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে না।