জেলা

কোচবিহারের দোতলা বাস চলালোর সিদ্ধান্ত দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা

 যাত্রী পরিবহণে দোতলা বাসকে চলালোর সিদ্ধান্ত দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। শুক্রবার ছিল বোর্ড মিটিং। সেখানেই শহরে দোতলাবাস চালানোর সিধান্তে শিলমোহর পড়ে। তবে কোন কোন রুটে এই দোতলা বাস চলবে তা এখনও ঠিক হয়নি। দীর্ঘদিন ধরেই কোচবিহারের মানুষ চেয়ে এসেছেন শহরের পথে আবার চলুক দোতলা বাস। তাই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সিদ্ধান্ত বিকেলের পর ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন, ‘‘নভেম্বর মাস থেকে দোতলা বাস চালানো হবে। তবে কোন রুটে এবং কীভাবে এই বাস চালানো হবে তা এখনও ঠিক হয়নি।’’