কলকাতা

শুভেন্দু অধিকারীকে বিজেপি শিবিরে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন সৌমিত্র খাঁ

দলীয় নেতাদের সঙ্গে যে বর্তমানে তাঁর সম্পর্ক খুব একটা ভালো নেই তা গতকাল বুঝিয়ে দিয়েছিলেন শুভেন্দু । রাজ্যের পরিবহনমন্ত্রীর এই ‘বিদ্রোহে’ স্বাভাবিকভাবে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে শাসকদল । এবার সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ । শুভেন্দু অধিকারীকে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন ।সৌমিত্র খাঁ আজ বলেন, “তৃণমূলে সৎ ও পরিশ্রমী মানুষের জন্য কোনও জায়গা নেই ।” একমাত্র গেরুয়া শিবিরই শুভেন্দু অধিকারী স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে বলে মন্তব্য করেন । যদিও সৌমিত্র খাঁর এই মন্তব্যের পর BJP-র তীব্র সমালোচনা করেছে রাজ্যের শাসকদল । তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে, দলে ভাঙন ধরানোর চেষ্টা করছে গেরুয়া শিবির । শুভেন্দু অধিকারীকে দলের “সম্পদ” বলেও দাবি করে রাজ্যের শাসকদল ।