কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে যেন সেই ভূমিকা যথাযথভাবে পালন করলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়। বলিউড তারকাদের সামনে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ঢালাও প্রশংসা করলেন তিনি। কীভাবে বাংলা সারা দেশকে একের পর এক প্রতিভা দিয়ে গিয়েছে সলমনের সামনেই সেকথা বললেন ‘দাদা’। এর পরই আবার সৌরভ বলেন, “সলমন খান শুধু ভারতে নয়, সারা বিশ্বে বিশাল বড় নাম। আর উনি আমার সঙ্গে এই বিষয়ে নিশ্চয়ই একমত হবেন যে, মুম্বই তথা দেশের চলচ্চিত্র, নির্দেশনা, সঙ্গীতের জগতে বাঙালিদের অবদান রয়েছে। কারণ এই শহর, এই রাজ্য বহুকাল ধরে এমন প্রতিভা সরবরাহ করেছে।” এদিন নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী এবং অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও ধন্যবাদ জানান। দেব, মিমি, শ্রাবন্তীদের কথাও সৌরভের বক্তব্যে উঠে আসে।