দক্ষিণ-পূর্ব রেলে বাড়ানো হল লোকাল ট্রেনের সংখ্যা। আজ, শুক্রবার থেকেই নতুন ১২টি ট্রেন চালু হল ৷ কোভিড বিধি উঠে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে । এখানে উল্লেখ করা প্রয়োজন, ২০২০ সালের মার্চ মাসের মাঝামাঝি করোনা পরিস্থিতির মধ্যে পড়ে ভারত ৷ দেশজুড়ে শুরু হয় লকডাউন ৷ এর জেরে স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন পরিষেবা ৷ বেশ কয়েকমাস পর পরিস্থিতির সামান্য উন্নতি হলে ট্রেন পরিষেবা কিছুটা শুরু হয় ৷তার পর ২০২১-এর এপ্রিল-মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে ফের লকডাউন হয় ৷ তখনও বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন ৷ পরিস্থিতির উন্নতি হলে রাজ্য় সরকার লোকাল ট্রেন চালুর অনুমতি দিলেও স্বাভাবিক হয়নি পরিষেবা ৷ রাত্রিকালীন কার্ফু অন্যান্য কোভিড বিধির জেরে বেশ কয়েকটি ট্রেন বন্ধ ছিল ৷কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে কোভিড বিধি তুলে নেওয়ার কথা ঘোষণা করে ৷ সেই ঘোষণা মোতাবেক গতকাল, ৩১ মার্চ ওই কোভিড বিধি শেষ হয়ে গিয়েছে ৷ নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে তা ঘোষণাও করা হয়েছে ৷ ফলে শুক্রবার থেকে স্বাভাবিক নিয়মে ট্রেন চালাতে আর কোনও বাধা নেই রেলের কাছে ৷ সেই কারণে দক্ষিণ- পূর্ব রেল লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করল ৷ রেলের এই সিদ্ধান্তে খুশি নিত্যযাত্রীরা ৷
একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেন বাড়ল –
- ৩৮৪০২ পাঁশকুড়া-হাওড়া লোকাল
- ৩৮৪০৪ পাঁশকুড়া-হাওড়া লোকাল
- ৩৮৪০৮ পাঁশকুড়া-হাওড়া লোকাল
- ৩৮৩০২ মেচেদা-হাওড়া লোকাল
- ৩৮৩০৪ মেচেদা-হাওড়া লোকাল
- ৩৮৩০৬ মেচেদা-হাওড়া লোকাল
- ৩৮৭০২ খড়্গপুর-হাওড়া লোকাল
- ৩৮৭০৪ খড়্গপুর-হাওড়া লোকাল
- ৩৮৮০২ মেদিনীপুর-হাওড়া লোকাল
- ৩৮৮০১ হাওড়া-মেদিনীপুর লোকাল
- ৩৮৭০৩ হাওড়া-খড়্গপুর লোকাল
- ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর লোকাল