বিজ্ঞান-প্রযুক্তি

পরীক্ষামূলক উৎক্ষেপণের ৪ মিনিটের মধ্যেই মাঝ আকাশে পুড়ে ছাই স্টারশিপ রকেট

বৃহস্পতিবার পরীক্ষামূলক উ‍ৎক্ষেপণের পরে মাত্র চার মিনিটের মধ্যেই মাঝ আকাশে বিস্ফোরণে আগুন ধরে নিমিষেই পুড়ে ছাই হয়ে গেল ইলন মাস্কের স্পেসএক্সের স্টারশিপ রকেট। এ নিয়ে পর পর দু’বার স্টারশিপ রকেটের সফল উ‍ৎক্ষেপণ ব্যর্থ হলো। চাঁদ ও মঙ্গলগ্রহে মহাকাশচারিদের পাঠানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স। প্রথমবারের জন্য মহাকাশে স্টারশিপ রকেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। উচ্চতায় স্ট্যাচু অফ লিবার্টির থেকেও বেশি রকেটটি এদিন দুপুরে (ভারতীয় সময় সন্ধে সাতটা) টেক্সাসের বোকা-চিকায় অবস্থিত স্টার বেস কেন্দ্র থেকে উ‍ৎক্ষেপণ করা হয়েছিল। ক্রু-বিহীন রকেটটি সফলভাবেই আকাশে পাড়ি দিয়েছিল। কিন্তু মিনিট চারেকের মধ্যেই ৩৩ কিলোমিটার পাড়ি দিতে না দিতেই মাঝ আকাশে আচমকাই আগুন ধরে যায় রকেটটিতে। বিশ্বের সবচেয়ে বড় রকেট স্টারশিপ মূলত দুটি ভাগে বিভক্ত। নিম্নস্তরে সুপার হেভি বুস্টার রকেট এবং উচ্চস্তরে স্টারশিপ ক্রুজ ভেসেল। মহাকাশে যাওয়ার জন্য বিশেষ নকশা করা হয়েছে। পুনরায় ব্যবহার করা যায় এমন উপকরণ দিয়েই তৈরি হয়েছে রকেটটি। স্পেসএক্সের স্টারশিপ রকেটকে উল্কার সঙ্গেও অনেকে তুলনা করেছেন। চাঁদে যাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আবেদন চাওয়া হয়েছিল।