কলকাতা

শুক্রবার বিকেলে বকেয়া ডিএ রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে যৌথ সংগ্রামী মঞ্চ

বকেয়া ডিএ নিয়ে আগামীকাল, শুক্রবার বিকেলে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে যৌথ সংগ্রামী মঞ্চ। বিকেল সাড়ে ৪টের সময় নবান্নে এই বৈঠক ডাকা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার এক নোটিস জারি করা হয়েছে নবান্নের তরফে। যদিও একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সংগ্রামী যৌথ মঞ্চ থেকে যাবতীয় সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল ইউনিটি ফোরাম। শুধু তাই নয়, সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগও তুলেছেন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার। উল্লেখ্য কলকাতা হাইকোর্টের-র নির্দেশ ছিল, ১৭ এপ্রিলের মধ্যে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে হবে রাজ্য সরকারকে। কিন্তু রাজ্য সরকার বৈঠকের ব্যাপারে কোনও রা কাড়েনি। এই অবস্থায় আদালত এদিন ফের নির্দেশ দেয়, ১০ দিনের মধ্যে রাজ্য সরকারকে ডিএ নিয়ে কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে হবে। গত সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে।