ছট উৎসব একাধিক রুটে ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন চালাবে রেল। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এইবছর উত্তর ভারতগামী এক্সপ্রেস ট্রেনগুলিতে অভূতপূর্বভাবে বেড়েছে টিকিটের চাহিদা। ১৪ নভেম্বর ১৩১৮৫ গঙ্গাসাগর এক্সপ্রেসের ক্ষেত্রে স্লিপার ক্লাসে একাধিক টিকিট এখনও ওয়েটিং লিস্টে রয়েছে। আবার ১৫ নভেম্বর স্লিপার ক্লাসে যেমন একাধিক টিকিট ওয়েটিং লিস্টে রয়েছে তেমনই বহু যাত্রী যারা এই টিকিট কেটেছিলেন তাঁদের রিগ্রেট পাঠানো হয়েছে। এছাড়াও ১৩০১৯ বাঘ এক্সপ্রেসের ক্ষেত্রেও ১৪, ১৫ ও ১৬ নভেম্বর একাধিক টিকিট এখনও ওয়েটিংয়ে রয়েছে। ১৫০৪৭ পূর্বাঞ্চল এক্সপ্রেস ১৪ ও ১৬ নভেম্বর বহু টিকিট ওয়েটিংয়ে রয়েছে। ১৩১৫৫ মিথিলাঞ্চল এক্সপ্রেসেও ১৬ নভেম্বর বহু টিকিট ওয়েটিং এর তালিকায় রয়েছে। ১৩১০৫ শিয়ালদা-বালিয়া এক্সপ্রেসের ক্ষেত্রে চিত্র আরও করুণ ৷ এই ট্রেনটিতে ওয়েক্তিং লিস্টের পাশাপাশি বহু যাত্রীকে টিকিট দেওয়া যায়নি। এই ট্রেনের সেকেন্ড এসি (২এ), থার্ড এসি (৩এ) ও স্লিপার ক্লাসের অভূতপূর্ব চাহিদা রয়েছে। তবে যারা টিকিট পাননি এবং অভূতপূর্ব চাহিদার কথা মাথায় রেখে পূর্ব রেল একাধিক রুটে স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করেছে। হাওড়া, আসানসোল, মালদা এবং ভাগলপুর থেকে চালানো হবে সেই বিশেষ ট্রেন। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলেও ছটপুজোর জন্য টিকিটের চাহিদা রয়েছে। তাই দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক নজরে দেখে নিন সেই বিশেষ ট্রেনের তালিকা: ০৮৬২৬ রাঁচি-লাহরিয়াসরাই ছটপুজো স্পেশাল- এই ট্রেনটি ৯ ও ১৬ নভেম্বর রাত ১১টার সময় রাঁচি থেকে ছাড়বে। ট্রেনটি পরের দিন দুপুর ১টা ২৫ মিনিটে লাহেরিয়াসরাই পৌঁছবে ৷ ফেরার পথে, 08625 লাহেরিয়াসরাই-রাঁচি ছটপুজো স্পেশাল- লাহেরিয়াসরাই থেকে ১০ ও ১৭ নভেম্বর দুপুর ৩টে ৩০ মিনিটে ছাড়বে। ট্রেনটি পরের দিন ভোর ০৩টে ৪০মিনিট-এ রাঁচি পৌঁছবে। বিশেষ ট্রেনটি মুরি, বোকারো স্টিল সিটি, চন্দ্রপুরা, ধানবাদ, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঝা, কিউল, বারাউনি এবং সমস্তিপুরে থামবে। ০৮০২৫ হাতিয়া-গোরখপুর ছটপুজো স্পেশাল-এই ট্রেনটি ১০ ও ১৭ নভেম্বর রাত ১১।টা ৪৫ মিনিটে হাতিয়া থেকে ছাড়বে। পরের দিন বিকেল ৫টা ২০মিনিটে গোরখপুর পৌঁছবে ৷ ফেরার পথে, 08026 গোরখপুর-হাতিয়া ছটপুজো স্পেশাল- ১১ ও ১৮ নভেম্বর গোরখপুর থেকে সন্ধে ০৭টা ৩০ মিনিটে ছাড়বে। পরের দিন বেলা ১১.৫০-এ হাতিয়া পৌঁছবে ৷ যাত্রাপথে রাঁচি, মুরি, বারকাকানা, লাতেহার, ডাল্টনগঞ্জ, গাড়োয়া রোড, ডেহরি অন সোনে, সাসারাম, ভাবুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, বারাণসী, মৌ, বেন্থরা রোড স্টেশনে থামবে।