সূত্রের খবর, আগামীকাল থেকে হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে চালু হচ্ছে বিশেষ ট্রেন। পূর্বের সময়সূচি মেনেই ৮টি জায়গায় উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনগুলো। তবে এই সব ট্রেনে চড়তে গেলে যাত্রীদের মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। নির্দেশ পূর্ব রেল কর্তৃপক্ষের। সোমবার থেকে পূর্ব রেলের হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে যোধপুর, দিল্লি, যশবন্তপুর, উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা ট্রেন চলাচল শুরু হবে। ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে যাত্রীদের স্টেশনে পৌঁছাতে হবে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না৷ সকল যাত্রীকেই স্যানিটাইজড করার পাশাপাশি থার্মাল স্ক্রিনিংও করা হবে৷ প্রত্যেক যাত্রীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ট্রেনে আগের মতোই খাবারের ব্যবস্থা থাকবে৷ তবে মিলের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্যাকেট করা স্ন্যাক্স আইটেমের পাশাপাশি প্যাকেট করা বিরিয়ানি, পোহা, খিঁচুড়ি থাকবে। সব প্যাকেটই থাকবে ‘রেডি টু ইট’৷ ট্রেনে সব খাবারের প্যাকেট অবশ্যই আগে গরম জলে ডুবিয়ে নিতে হবে। বাচ্চাদের জন্য থাকছে দুধের ব্যবস্থাও। বিশেষ ট্রেনগুলি যেসব প্ল্যাটফর্মে দাঁড়াবে, সেখানে স্টল খোলা থাকবে। স্টলেও প্যাকেট করা খাবার ও পানীয়জল পাওয়া যাবে সূত্রে খবর৷
বিশেষ ট্রেনগুলি হল –
🔵 ০২৩৭৭ আপ/ ০২৩৭৮ ডাউন শিয়ালদা নিউআলিপুরদুয়ার শিয়ালদা স্পেশ্যাল এক্সপ্রেস
🔵 ০২৩৫৭ আপ/ ০২৩৫৮ ডাউন কলকাতা অমৃতসর কলকাতা দ্বিসাপ্তাহিক স্পেশ্যাল এক্সপ্রেস
🔵 ০২৩০৭ আপ/ ০২৩০৮ ডাউন হাওড়া যোধপুর হাওড়া স্পেশ্যাল এক্সপ্রেস
🔵 ০২৩৮১ আপ/ ০২৩৮২ ডাউন হাওড়া নয়াদিল্লি হাওড়া ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস ভায়া গয়া
🔵 ০২৩০৩ আপ/ ০২৩০৪ ডাউন হাওড়া নয়াদিল্লি হাওড়া স্পেশ্যাল এক্সপ্রেস ভায়া পাটনা (সপ্তাহে চারদিন)
🔵 ০২২০১ আপ/ ০২২০২ ডাউন শিয়ালদা ভুবেনেশ্বর শিয়ালদা ত্রিসাপ্তাহিক স্পেশ্যাল এক্সপ্রেস
🔵 ০২০২৩ আপ/ ০২০২৪ ডাউন হাওড়া পাটনা হাওড়া স্পেশ্যাল এক্সপ্রেস (রবি বাদে)
🔵 ০২২১৩ আপ/ ০২২১৪ ডাউন শালিমার পাটনা শালিমার ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস