কলকাতা

বিধানসভায় রাজ্যপালের ভাষণ শুরু হতেই হট্টগোল করে ওয়াক আউট বিজেপি বিধায়কদের

বাজেট অধিবেশনে রাজ্যপাল সিভি আনন্দ বোস ভাষণ শুরু করতে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা শুরু করলেন বিজেপি বিধায়করা । রাজ্যপালের ভাষণের কপি ছিঁড়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন গেরুয়া শিবিরের বিধায়করা। রাজ্যপাল সিভি আনন্দ বোস ভাষণ শুরু করতে ৫ মিনিটের মাথায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা। রাজ্যপালের ভাষণে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন বিজেপি বিধায়করা । বুধবার দুপুর ২টো থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু এদিন নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে থেকেই ভাষণ পড়া শুরু করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের সাংবিধানিক প্রধান ভাষণ পড়া শুরু করতেই ৫ মিনিটের মাথায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। ভাষণের অংশ ‘মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত বছরটি শান্তিপূর্নভাবে অতিবাহিত হয়েছে’ – এই বাক্য পড়ার পরেই স্লোগান দেওয়া শুরু করেন বিজেপি বিধায়করা। ‘তৃণমূলের সরকার আর নেই দরকার’ বলে স্লোগান দেওয়া শুরু করেন বিজেপি বিধায়করা। স্লোগান দিতে দিতে এবং চিৎকার করতে করতে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। রাজ্যপালের উপর তীব্র ক্ষোভ উগরে দেন তাঁরা। বিজেপি বিধায়কদের হট্টগোল উপেক্ষা করে ভাষণ চালিয়ে যান রাজ্যপাল। এদিন সরকার বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধেও স্লোগান দেন বিজেপি বিধায়করা। রাজ্যপাল হায় হায় স্লোগান দেন বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে ওয়াক আউট করা প্রসঙ্গে বিজেপি বিধায়ক অসীম সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘রাজ্যপাল অসত্য ভাষণ দিয়েছেন, আমরা অসত্য ভাষণ শুনতে রাজি নই। তাই ওয়াক আউট করেছি আমরা।’