বিজ্ঞান-প্রযুক্তি

এবার ১৩০০ কর্মী ছাঁটাই ভিডিও কমিউনিকেশন অ্যাপ জুম-এ, সিইও-র বেতন এক ধাক্কায় হ্রাস ৯৮ শতাংশ

কর্মী ছাঁটাই এবার ভিডিয়ো কমিউনিকেশন অ্যাপ জুম-য়ে। সংস্থার ১৩ শো কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, সংস্থার সিইও-য়ের বেতন এক ধাক্কায় ৯৮ শতাংশ হ্রাস হতে চলেছে। কর্মী ছাঁটাইয়ের খবর দিয়েছেন সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার এরিক ইউয়ান।  জানিয়েছেন, সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে তিনি তাঁর  বেতনের ৯৮ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।  তার এগজিকিউটিভ লিডারশিপের টিমের সব কর্মীর বেতন হ্রাস করা হবে। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, বর্তমান আর্থিক পরিস্থিতি এবং আসন্ন মন্দার কথা মাথায় রেখেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সব কর্মী ছাঁটাই হতে চলেছেন, তারা প্রত্যেকে যোগ্য। কিন্তু বাস্তব পরিস্থিতি এতটাই কঠিন যে ছাঁটাই করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা  নেই। এই সিদ্ধান্ত অত্যন্ত কঠিন। এটাও বলা প্রয়োজন যে এই রাস্তায় হাঁটার কোনও ইচ্ছে আমার ছিল না। পরিস্থিতির চাপে পড়ে এই রাস্তায় হাঁটতে হয়েছে। সংস্থার কথা চিন্তা করে আমার বেতন অনেকটাই হ্রাস করতে হয়েছে। গত বছরের শুরু থেকে বিশ্বজুড়ে নামি-দামি সংস্থা কর্মী ছাঁটাই শুরু করে। কিছুদিন আগে ডেল কর্মী ছাঁটাইয়ের কথা জানায়। জুমের সিইও যেমন নিজের বেতন হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছেন, অন্যদিকে বোয়িং ছাঁটাই করছে তাদের এইচ আর ম্যানেজারকে।