আজ চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান সোমবার। সকাল থেকেই প্রস্তুতি শুরু। রাত থেকেই বিভিন্ন জেলার চাকরিহারারা শহরে আসতে শুরু করেছেন। ধর্মতলায় ওয়াই চ্যানেলে রয়েছেন একাংশ। অনেকে আবার সকালে ঢুকবেন কলকাতায়। এই অভিযান নিয়ে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ছে। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬-র ফেসবুক পেজে নানা রকম পোস্ট দেখা গিয়েছে এই অভিযান ঘিরে। ২০১৬ সালের এসএসসি পরীক্ষার পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আবারও পরীক্ষায় বসতে হবে এই প্যানেলের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের। তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে শিক্ষক, শিক্ষিকাদের। তারই মধ্যে শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া।


