কলকাতা

বিজেপির নেতা অমিত মালব্যের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ রাজ্য বিধানসভায়

সংসদের উভয় কক্ষ এবং রাজ্যগুলির বিধানসভা ও বিধানপরিষদের অধিবেশন কক্ষের অভ্যন্তরে ছবি বা ভিডিও স্পিকারের অনুমতি ছাড়া তোলা যায় না। করা যায় না রেকর্ডিং বা সরাসরি  সম্প্রসারও। প্রতিটি ক্ষেত্রেই নিতে হয় স্পিকারের অনুমতি। অথচ বিজেপির নেতা অমিত মালব্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাংলার বিধানসভার দৃশ্য স্পিকারের অনুমতি ছাড়াই ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই অভিযোগের দরুন মালব্যের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিশ আনা হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। রাজ্য সরকারের হয়ে এই নোটিশটি বিধানসভায় দাখিল করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি, বিজেপি নেতার বিরুদ্ধে বিধানসভার তরফে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বিধানসভার নিয়ম-রীতি অমান্য করার অভিযোগে অমিতের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস জমা পড়েছে বলে জানিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। গত সোমবার ছিল রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন। সেখানেই সেদিন শাসক ও বিরোধী দলের বিধায়করা হাতাহাতির ঘটনা ঘটে। ওইদিন বিজেপির বিধায়কেরা অধ্যক্ষের উপস্থিতিতে বিধানসভা অধিবেশন কক্ষে তৃণমূলের বিধায়ক অসিত মজুমদারকে মেঝেতে ফেলে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে অসিতবাবুর মুখে ঘুঁষি মেরে তাঁর নাক ফাটিয়ে দেওয়ার। ইতিমধ্যেই সেই ঘটনায় বিজেপির ৫জন বিধায়ককে চলতি বছরের জন্য বিধানসভার সব অধিবেশন থেকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। কিন্তু স্পিকারের অনুমতি ছাড়া যেভাবে অমিত মালব্য সেদিনের বিধায়কদের ধ্বস্তাধ্বস্তির দৃশ্য নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তা নিয়ে রাজ্যের নানা মহলে ক্ষোভ তৈরি হয়েছে। আর তার জেরেই এবার মালব্যের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।