আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৮ ফেব্রুয়ারি পেশ করা হবে রাজ্য বাজেট। রাজ্যের বাজেটে কী কী চমক থাকে তা দেখার অপেক্ষায় বসে রয়েছে আমজনতা। ৮ তারিখ বাজেট পেশের পর ৯ এবং ১০ তারিখ তা নিয়ে আলোচনা হবে বিধানসভায়। এদিন বিধানসভায় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। বিজেপির কেউ না থাকলেও ছিলেন নওশাদ সিদ্দিকী। অন্যদিকে, বিরোধীদের অনুপস্থিতি নিয়ে মুখ খুলেছেন বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। বৃহস্পতিবার কেন্দ্রের বাজেট ছিল। সেই প্রসঙ্গে এদিন ধরনা মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণও করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, “বাজেটে গরিবদের জন্য একটা কথাও বলেনি। ফুড সাবসিডি কমিয়ে দিয়েছে। চাষিদের জন্যও কিছু নেই। আমরা তো মহিলাদের জন্য ৫০ শতাংশ আগেই সংরক্ষণ করে রেখেছি।