কলকাতা

পঞ্চায়েত ভোটে দরকার আরও ৮০০ কোম্পানি বাহিনী, কেন্দ্রকে চিঠি রাজ্য নির্বাচন কমিশনের

হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরে অবশেষে তৎপর রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অতিরিক্ত বাহিনী চেয়ে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জানা গিয়েছে, অন্তত ৮০০ কোম্পানি অতিরিক্ত বাহিনী চাওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে আরও ২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল। ফলে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। প্রসঙ্গত, বুধবার থেকে দফায় দফায় বৈঠক করে। এরপরেই ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়। কমিশন সূত্রের খবর, এরপর প্রয়োজনে আরও বাহিনী চাওয়া হতে পারে। প্রসঙ্গত, বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ২০১৩ সালের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবারের পঞ্চায়েত নির্বাচন করাতে হবে। রাজ্য নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ২০১৩ সালে পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য ৮৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল রাজ্যে৷ চব্বিশ ঘণ্টার মধ্যেই এই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি হাইকোর্টের প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখেও পড়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। প্রধান বিচারপতি মামলার রায় দিতে গিয়ে বলেন, রাজ্য নির্বাচন কমিশন যদি আদালতের নির্দেশ কার্যকর করতে না পারেন তাহলে তিনি যেন পদ ছেড়ে দেন। তাঁর জায়গায় নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাজ্যপাল।