রাজ্যপাল সি ভি আনন্দ বোস তলব করলেও বাসভবনে গেলেন না রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পঞ্চায়েত ভোটের কাজ নিয়ে ব্যস্ত থাকায় শনিবার তাঁর পক্ষে রাজভবনে যাওয়া সম্ভব নয় বলে রাজভবনকে জানিয়ে দিয়েছেন বরাবর স্পষ্টবাদী হিসেবে পরিচিত রাজ্যের প্রাক্তন দুঁদে আমলা। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এদিন বঙ্গের ‘ছোটলাট’-এর ডাকে সাড়া না দেওয়ায় রাজভবন বনাম রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সঙ্ঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে।