কলকাতা

৩ কোটি টিকার ডোজ কিনতে চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে ছিলেন ৫ মে থেকে আঠারোর্ধ্ব সকলকে টিকা দেওয়ার কর্মসূচি শুরু হবে। সেকারণেই কেন্দ্রের কাছে ৩ কোটি করোনা টিকার ডোজ কিনতে চেয়ে চিঠি দিল রাজ্য সরকার । সূত্রের খবর, ৩ কোটি টিকা কিনতে পারলে রাজ্যে ভ্যাকসিনের সমস্যা অনেকটাই মিটবে। এবিষয়ে স্বাস্থ্যমন্ত্রক ও প্রতিষেধক প্রস্তুতকারক সংস্থাকেও জানিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী তিন কোটির মধ্যে দুই কোটি টিকা নিজেরা রাখবে সরকার। বাকি এক কোটি করোনা টিকা বেসরকারি হাসপাতালগুলিকে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে । এক্ষেত্রে প্রতিষেধক উৎপাদনকারী সংস্থাগুলির মাধ্যমে টিকা আনার বিষয়ে বেসরকারি হাসপাতালগুলিকেও ছাড়পত্র দিয়েছে রাজ্য । সেই লক্ষ্যমাত্রার কথা মাথায় রেখেই এদিন এই চিঠি দেওয়া হয়েছে । মূলত এই ৩ কোটি টিকার মাধ্যমে দেড় কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফ থেকে।