জেলা

হলদিয়া বন্দরে ঠিকাদারি সংস্থার ঝামেলার জেরে ফের বন্ধ কাজ

ফের দুই ঠিকাদার সংস্থার মধ্যে ঝামেলায় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হল হলদিয়া বন্দরে। আজ, বুধবার সকাল থেকেই বন্দরের ৮নম্বর বার্থে আলমেরিয়া নামে একটি ম্যাঙ্গানিজ বোঝাই জাহাজ থেকে মাল নামানো বন্ধ হয়ে গিয়েছে। গত শনিবার যে দুই ঠিকাদার সংস্থার মধ্যে ঝামেলা হয়েছিল, তারাই এরমধ্যে জড়িত বলে জানা গিয়েছে। এদিন সকালে একটি ঠিকাদার সংস্থা কাজ করতে গেলে অন্য সংস্থার শ্রমিকরা সেই কাজে বাধা দেয়। ওই সংস্থার দাবি, ৮নম্বর বার্থে তাদেরই কাজ করার চুক্তি রয়েছে বন্দরের সঙ্গে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে  সিআইএসএফ জওয়ান।