আবহাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, আজ বিভিন্ন জেলায় তীব্র ঝড়, দমকা বাতাস এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায়, পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলার কিছু স্থানে ৩০-৪৮ কিমি প্রতি ঘন্টা বেগে ঝড় আসতে পারে। উত্তরবঙ্গের মালদা জেলাতেও দেখা দেবে ঝড়। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় এক বা দুই স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে। মে ১৯ এর আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ বঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাগুলোর এক বা দুই স্থানে ৫০-৬০ কিমি/ঘণ্টা গতির ঝড়ো বাতাস, বিদ্যুৎচমক এবং হালকা থেকে মধ্যম ধরনের বৃষ্টির সাথে বজ্রপাত ঘটার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে এক বা দুই স্থানে ৪০-৫০ কিমি/ঘণ্টা গতির ঝড়ো বাতাস, বিদ্যুৎচমক এবং হালকা থেকে মধ্যম ধরনের বৃষ্টির একটু কম তীব্রতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গের বাকি জেলাগুলি এক বা দুটি স্থানে বজ্রপাত সহ বজ্রঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্মুখীন হতে পারে। উত্তর বঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিংয়ের এক বা দুটি স্থানে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টার শক্তিশালী বাতাস, বজ্রপাত এবং ভারী বৃষ্টি (৭-১১ সেমি) খুব সম্ভব।
