তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাজাধানী দিল্লি-সহ পার্শ্ববর্তী অঞ্চল৷ দিল্লি এনসিআরের নয়ডা, গ্রেটার নয়ডায় কম্পন অনুভূত হয় ৷ আফটারশকের কথা মাথায় রেখে সকলকে সতর্ক থাকার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী এক্সে পোস্ট করে দিল্লিবাসীকে সতর্ক থাকার আর্জি জানিয়ে লিখেছেন, “কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও আশেপাশের এলাকায়। সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকা এবং শান্ত থাকার আর্জি জানানো হয়েছে ৷ আধিকারিকরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন।” ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূকম্পের মাত্রা ছিল 4.0 ৷ ভূমিকম্পের অবস্থান মাটি থেকে 5 কিলোমিটার গভীরে ৷ কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সকাল সকাল ভূমিকম্পের ঘটনায় রীতিমতো আতঙ্কিত রাজধানী ৷ জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ধৌলা কুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের কাছে, ভূমিকম্পের সময় একটি বিকট শব্দও শোনা গিয়েছে বলে জানান বাসিন্দারা ৷ প্রাণের ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন তাঁরা ৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে ৷ দিল্লি পুলিশের তরফে এক্সে পোস্ট করে বলা হয়েছে, “আশা করি, আপনারা সবাই (দিল্লিবাসী) নিরাপদে রয়েছেন ৷ যদি কোনও জরুরি পরিস্থিতিতে সাহায্যের দরকার হয়, তাহলে কল করুন 112 (টোল ফ্রি) নম্বরে ৷” এদিকে দিল্লি স্টেশনে বাসিন্দারা বলছেন, এত জোড়ে কম্পন এর আগে কখনও টের পায়নি ৷ চারিদিক বীভৎস জোরে কাঁপছিল ৷ মনে হচ্ছিল কোনও ট্রেন পড়ে গিয়েছে তাই এত জোড়ে কম্পন হচ্ছে ৷ তাঁরা যেহেতু বাড়িতে নেই, তাই ফোন করে পরিবারের লোকজনদের জন্য চিন্তা হচ্ছে তাঁদের ৷ এদিকে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা থেকে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এক্সে পোস্ট করে লিখেছেন, “দিল্লিতে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ ভগবানের কাছে প্রার্থনা করছি সকলেই যেন নিরাপদে থাকেন ৷”
