আজ মহানায়কের ৪৩ তম মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের মতো এই বছরও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজন করেছে এই বিশেষ দিনটি। সেখানে মহানায়কের পরিবারের সদস্যরাও উপস্থিত হয়েছিলেন। উত্তম কুমারের ছবিতে মাল্যদান করেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও নিজের হাতে তুলে দেন বিশিষ্ট অতিথিদের সম্মান। মহানায়কের মৃত্যবার্ষিকীতে রইল পুরস্কৃতদের তালিকা। এদিন বিশেষ চলচ্চিত্র সম্মান পেলেন অভিনেত্রী সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য এবং হরনাথ চক্রবর্তী। প্রতি বছরের ন্যায় বিশেষ সম্মানের পাশাপাশি এবছরও ছিল মহানায়ক সম্মান। তালিকায় ছিলেন কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে আরও আকর্ষণ নচিকেতা, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়, জোজো, লোপামুদ্রা, রূপঙ্কর, রাঘব, শ্রীরাধা চট্টোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তিত্বের গান।