দেশ

‘এ ধরনের মেয়েদের দেহ আখ-ভুট্টা-বাজরা খেতেই মেলে’, হাথরাসের নির্যাতিতাকে নিয়ে অশালীন মন্তব্য বিজেপি নেতার

 হাথরাসের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে যখন সোচ্চার গোটা দেশ, তখন উত্তরপ্রদেশের একের পর এক বিজেপি নেতার মুখে শোনা যাচ্ছে অশালীন মন্তব্য। বিজেপি বিধায়ক সুরেন্দ্রনারায়ণ সিংয়ের পর এবার বিতর্কিত মন্তব্য করলেন বারাবঙ্কির বিজেপি নেতা রঞ্জিতবাহাদুর শ্রীবাস্তব। অভিযুক্তদের পক্ষ নিয়ে রীতিমতো মৃত দলিত তরুণীর চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন ওই বিজেপি নেতা। তাঁর মতে, হাথরাস কাণ্ডের অভিযুক্তরা ‘নির্দোষ’ এবং নির্যাতিতা তরুণী ‘আওয়ারা’। তাঁর দাবি, ‘অভিযুক্তের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক ছিল। ঘটনার দিন অর্থাৎ ১৪ সেপ্টেম্বর নির্যাতিতা অভিযুক্তকে খেতে আসার জন্য বলেছিল। এই খবর ইতিমধ্যে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে।’ ওই বিজেপি নেতার আরও মন্তব্য, ‘এই ধরনের মেয়েদের দেহ আখ, ভুট্টা, বাজরা খেত বা ঝোপজঙ্গলেই পাওয়া যায়।’ তাদের মৃতদেহ কেন ধান বা গম খেতে মেলে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রঞ্জিতবাহাদুরের ধারণা, ওই তরুণীর মৃত্যুর ঘটনা আদতে ‘অনার কিলিং’। হাথরসে অভিযুক্তদের ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল বিজেপির ওই নেতা। অভিযুক্তদের পক্ষে তিনি বলেন, ‘আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই যুবকরা নির্দোষ। কারণ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের জেলে রাখলে তাদের মানসিক নির্যাতন হবে। এর ক্ষতিপূরণ কি সরকার দেবে? তাদের হারানো যৌবন কে ফিরিয়ে দেবে?’ রঞ্জিতবাহাদুরের এই মন্তব্যের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা বলেছেন, ‘উনি কোনও দলেরই নেতা হওয়ার যোগ্য নন। নিজের প্রাচীনপন্থী ও অসুস্থ মানসিকতা দেখিয়ে দিচ্ছেন তিনি। আমি শীঘ্রই তাঁকে নোটিশ পাঠাব।’