জেলা

আরামবাগের আরাণ্ডিতে সুজাতা মণ্ডলের উপর হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে, মাথা ফাটল তৃণমূল প্রার্থীর

তৃতীয় দফায় দিকে দিকে অশান্তি। এবার হুগলির আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-কে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। এমনকি বাঁশ নিয়ে তাঁকে তাড়া করা হয় বলে অভিযোগ। চাষের খেত দিয়ে কার্যত পালিয়ে বাঁচানোর চেষ্টা করেন তিনি। তখনও পিছন পিছন লাঠি হাতে গ্রামবাসীরা তাঁকে তাড়া করে। তাঁর গাড়িও ভাঙচুরেরও চেষ্টা করেন উন্মত্ত গ্রামবাসীরা। এমনকি, তাঁর নিরাপত্তরক্ষীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷ সুজাতার অভিযোগ, তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ সুজাতার। তিনি বিজেপির বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ করেছেন। সুজাতার অভিযোগ, তাঁর এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট বুথে এসেছিলেন তিনি।  পাল্টা বিজেপি সুজাতার বিরুদ্ধেই গণ্ডগোল পাকানোর অভিযোগ এনেছে বিজেপি। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল প্রার্থীর সঙ্গে আসা লোকজন তাঁদের ওপর চড়াও হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।  সুজাতার অভিযোগ, ‘যে এলাকায় আমরা শক্তিশালী সেখানে তৃণমূলে ভোট দিলে তা চলে যাচ্ছে বিজেপিতে। আরণ্ডীরতে আমাদের কর্মীদের মারধর করা হচ্ছে।’