জেলা

গরমে মানসিক অবস্থা ঠিক নেই মুখ্যমন্ত্রী, তাঁকে ডাবের জল খাওয়ার পরামর্শ দিলেন রাজ্য বিজেপি সভাপতি-র

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর পালটা তাঁকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি ক টাক্ষ করে বলেন, গরমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক অবস্থা ঠিক নেই বলে ৷ তাঁকে ডাবের জল খাওয়ারও পরামর্শ দেন সুকান্ত ৷ সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন মথুরাপুর থেকে মমতাকে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি ৷উল্লেখ্য 14 এপ্রিল বীরভূমের সিউড়ির জনসভা থেকে অমিত শাহ বলেছিলেন আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এরাজ্যে 35টি আসন পেলে আর 2025 পর্যন্ত অপেক্ষা করতে হবে না তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হবে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য নিয়েই এদিন তাঁকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর প্রশ্ন লোকসভা ভোটে 35টি আসন পেলে রাজ্যে নির্বাচিত সরকার ভেঙে যাবে এই কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী করে বলতে পারেন ৷ সংবিধানের শপথ নেওয়ার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলায় এদিন তাঁর পদত্যাগও দাবি করেন মুখ্যমন্ত্রী ৷সোমবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেখানে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন গরম পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর শারীরিক স্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন । উনি ডাবের জল খেলে মাথা ঠান্ডা হবে ৷ মুখ্যমন্ত্রীর একের পর এক বিধায়ক চাকরি চুরি করে পাঁচিল টপকে মোবাইল পুকুরে ছুড়ে ফেলার পরেও যেভাবে গ্রেফতার হচ্ছেন তাতে মুখ্যমন্ত্রীর পরিবারের দিকে ক দিন পরে যাবে ইডিসিবিআই ৷ এই ভয়ে তিনি অসংলগ্ন কথা বলছেন ৷ সুকান্ত মজুমদার ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ও মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্য ।আসন্ন পঞ্চায়েত ভোটের রূপরেখা ঠিক করতে এদিন মথুরাপুরের বিজেপি নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার ৷ এছাড়াও পাথরপ্রতিমা ও কাকদ্বীপ এলাকার বিজেপির কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি ৷