কলকাতা

আরও ৪ দিন চলবে তাপপ্রবাহ, ২২ এপ্রিলের পর থেকে বঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা

বৃষ্টি এখনও অধরা । আরও ৪ দিন সহ্য করতে হবে সূর্যের চোখ রাঙানি । ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর । তবে আগামী শনিবার থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারবে বলে মনে করা হচ্ছে ৷ আগামী ২২ এপ্রিলের পর থেকে বঙ্গে ৪০ ডিগ্রির নিচে তাপমাত্রা কমতে শুরু করবে। কিন্তু ২০ এপ্রিল অবধি বঙ্গের কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২১ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ বইবার সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ।৫ ডিগ্রি বেশি মূলত তাপমাত্রা বৃদ্ধি হয়েছে সর্বত্র। দমদমে ৪১.২ ,ডায়মন্ড হারবারে ৩৮.৬, দিঘায় ৩৮ এবং কৃষ্ণনগরে ৪০.৮, শ্রীনিকেতনে ৪২.৩, ক্যানিং ৪০.৬ ,মগরা ৪০.৬,বালুরঘাট ৪০ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড হয়েছে ।ফলে বঙ্গের সব জেলাতেই কম বেশি হিট ওয়েভ ওয়ার্নিং জারি রয়েছে। আজকে ১৭ এপ্রিল সোমবার থেকে পূর্বাভাস থাকছে ২১ এপ্রিল পর্যন্ত। এই কন্ডিশনটা চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের তিনটি জেলা মালদা এবং দুই দিনাজপুরের ক্ষেত্রে এবং বাকি জেলাগুলো হিল এরিয়াতে হিট ওয়েব লাইট সিচুয়েশন থাকবে। ওয়ার্নিং হিসাবে যেটা ইস্যু করা হয়েছে ১৭ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের(South Bengal) সমস্ত জেলাগুলোতে হিট ওয়েব সতর্কতা থাকছে এবং উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে দুই দিনাজপুর, মালদাতে ১৭ তারিখ এবং ১৮ তারিখ হিট ওয়েব কন্ডিশন থাকবে ।২২ এপ্রিলের পর থেকে এই সিচুয়েশনটা ইম্প্রুভ করার সম্ভাবনা থাকছে। যেটা আমরা ৪০ ডিগ্রির তাপমাত্রা কাছাকাছি পাচ্ছি সেটা ৪০° -র নিচে যাওয়ার সম্ভাবনা থাকছে। আপাতত কুড়ি তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোথাও নেই বলে জানিয়েছেন সঞ্জীব বাবু।