কলকাতা

৮ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা আরও ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি হল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু”দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে কলকাতায়। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে শুক্রবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূমে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে আগামী চারদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।