কলকাতা, ইশিতা উপাধ্যায়ঃ আবারও এক নতুন গোয়েন্দা গল্প পর্দায় দেখতে চলেছে বাংলা সিনেমার দর্শক। পরিচালক তুষার মজুমদার পরিচালিত এই ছবির নাম ‘বিশাল গড়ের আতঙ্ক’। এই ছবিতে রয়েছে প্রচুর চমক। এই ছবিতে গোয়েন্দা যুগলের ভূমিকায় অভিনয় করছেন বরুণ চন্দ ও দক্ষিণ ভারতীয় সুপারস্টার মানী। এছাড়াও এই ছবিতে গান গাইছেন বিনোদ রাঠোড়। রবিবার সেই গানের রেকর্ডিং-এর জন্য কলকাতায় উপস্থিত ছিলেন বিনোদ রাঠোড়। এটি একটি রোমান্টিক গান বলেই জানাচ্ছেন সঙ্গীত পরিচালক শুভ্র। বিনোদ রাঠোরের সঙ্গে এই গানে কন্ঠ দিয়েছেন শর্মিষ্ঠা ব্যানার্জী। এদিন গান রেকর্ডিং-এর সময় স্টুডিয়োতে উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার মানী। ক্যামেরাঃ ডি মুখ্যার্জী