বিনোদন

বাংলায় মুক্তির জন্য ‘দ্য কেরালা স্টোরি’কে বিশেষ শর্ত, সিনেমার শুরুতে দেখাতে হবে কাহিনী কাল্পনিক, নির্দেশ সুপ্রিমকোর্টের

 ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এর ফলে বাংলার সিনেমা হলগুলিতে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনে আর কোনও বাধা রইল না। পাশাপাশি তামিলনাড়ুতে যাতে এই ছবির প্রদর্শন সুষ্ঠুভাবে হয় সেই কারণে এদিন সে রাজ্যের সরকারকে প্রেক্ষাগৃহগুলিতে নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। উল্লেখ্য রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় জানিয়েছিল রাজ্য। কিন্তু সর্বোচ্চ আদালত জানিয়েছে, ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করে রাখা যাবে না। গত ৫ মে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর ছবিটি নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। ছবিটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয় ৮ মে। সেই নিষেধাজ্ঞার পর সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেন ছবিটির প্রযোজক এবং নির্মাতারা। সর্বোচ্চ আদালত রাজ্যের কাছে জানতে চায়, কেন ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ করা হয়েছে। সর্বোচ্চ আদালতের সেই নোটিসের প্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, ছবিটি পক্ষপাতদুষ্ট। তথ্য বিকৃত করা হয়েছে যা বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে পারে। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলার পরিবেশ নষ্টের আশঙ্কা রয়েছে বলে জানায় পশ্চিমবঙ্গ সরকার। অবশেষে বৃহস্পতিবার শীর্ষ আদালত ছবিটির নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ দেয়। এর পাশাপাশিই বিচারপতি বলেছেন, ছবি শুরুর ডিসক্লেইমারে দেখাতে হবে যে, এই গল্প কাল্পনিক। তবেই ফের এই রাজ্যে দেখানো যাবে ‘দ্য কেরালা স্টোরি’। শুক্রবার কলকাতায় এসে সেই রায় নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন ছবির পরিচালক।