দেশ

করোনার চিকিৎসা নিয়ে পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: এবার করোনার চিকিৎসা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় বাংলা সহ চার রাজ্যকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। বাকি তিন রাজ্য হল দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। চিকিৎসা পরিষেবায় অ-ব্যবস্থা নিয়ে রীতিমত তিরস্কার করা হয়েছে দিল্লি সরকারকে। একাধিক অভিযোগ রয়েছে। রোগীর আত্মীয়দের নিয়মিত খবর দেওয়া হচ্ছে না, নিজেদের প্রিয়জনের মৃত্যুর খবরও পাচ্ছেন না আত্মীয়রা, মন্তব্য করেন বিচারপতি অশোকভূষন। মৃতদেহ সৎকারের ক্ষেত্রেও অত্যন্ত অমানবিক ঘটনা ঘটানো হচ্ছে, যা ক্ষমার অযোগ্য। এহেন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় চিকিৎসার জন্য কত সংখ্যক বেড মজুত রয়েছে, স্বাস্থ্যকর্মীর সংখ্যা কত, চিকিৎসা পরিকাঠামোর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, ওই ৪ রাজ্যকে হলফনামা দিয়ে বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।