কলকাতা

রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ৫৫৮৭, মৃত ৪৫১, সুস্থ ৪২০৬

কলকাতাঃ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় আরও ৩৪৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০ হাজার ২৪৪। এই সময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ৯ জন করোনা রোগী। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪৫১। বুধবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে এই তথ্যের উল্লেখ রয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৫৮৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৯ জন। রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ২০৬ জন।