কলকাতা

বাংলাকে দৃষ্টান্ত মানার নির্দেশ শীর্ষ আদালতের, বর্ধিত বেতন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যুক্তিতে সন্তুষ্ট সুপ্রিমকোর্ট

ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ মেনে অবসরপ্রাপ্ত বিচারপতি, বিচারক, বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মী, আধিকারিকদের বর্ধিত বেতনের টাকা দিচ্ছে না দেশের ১৮টি রাজ্য- এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে৷ এই মর্মে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেছিল ন্যাশনাল জাজেস অ্যাসোসিয়েশন৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে সওয়াল করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী জানিয়ে দিলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই বকেয়া টাকা দিয়ে দিয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এ দিন শুনানির সময়ে এজলাসে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং অর্থসচিব মনোজ পন্থ৷ তাঁদের সামনেই বর্ষীয়ান আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, ‘সোমবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে মেটানো হয়েছে টাকা৷ পাশাপাশি নতুন বকেয়া সংক্রান্ত বিল হাতে পাওয়ার চার সপ্তাহের মধ্যেই মেটানো হবে টাকা- এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷’ এ নিয়ে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে হলফনামাও পেশ করা হয়৷ রাজ্যের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারকে উল্লেখ করে বকেয়া সংক্রান্ত পাঠানো বিল পাওয়ার পরেই তার পরিপ্রেক্ষিতে মেটানো হবে টাকা- শীর্ষ আদালতকে জানান দ্বিবেদী৷ পশ্চিমবঙ্গ সরকারের এই অবস্থানে সন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট৷