দেশ

আজ সুপ্রিমকোর্টে নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড রদের মামলার শুনানি

কেরালার নার্স নিমিষা প্রিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেনের আদালত। ১৬ জুলাই সেই সাজা কার্যকর হওয়ার কথা। এই পরিস্থিতিতে মৃত্যুদণ্ড রদ নিয়ে ভারত সরকার যাতে ইয়েমেন সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালায়, সেই ব্যাপারে সুপ্রিমকোর্টে মামলা করেছে স্বেচ্ছাসেবী একটি সংগঠন-সহ আরও অনেকে। সোমবার সেই সব মামলার শুনানি হবে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে। ২০১৭ সালে ইয়েমেনের এক নাগরিককে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ ওঠে নিমিষার বিরুদ্ধে। সেই মামলায় নিমিষাকে ২০২০ সালে মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেনের আদালত। ২০২৩ সালে নিমিষার আপিল আবেদন খারিজ হয় আদালতে।