চলে গেলেন প্রাক্তন তারকা ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত । ৭১ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি দিলেন সুরজিৎ সেনগুপ্ত। আজ দুপুর ২টো নাগাদ হাসপাতালেই প্রয়াত হন তিনি ৷ তাঁর প্রয়াণে কলকাতা ময়দানে শোকের ছায়া ৷ গত ২৩ জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়ে একটি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন উইঙ্গার। মনে করা হয়েছিল অসুস্থতাকে ডজ করে জীবনের মূলস্রোতে ফিরবেন ৷ কিন্তু দীর্ঘদিনের লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের প্রাক্তনী। রেখে গেলেন স্ত্রী শ্যামলী সেনগুপ্ত
এবং পুত্র স্নিগ্ধদেবকে।চিকিৎসক অজয় কৃষ্ণ সরকারের নেতৃত্বাধীন মেডিক্যাল টিম প্রাক্তন তারকা ফুটবলারের চিকিৎসা করছিলেন। গত শুক্রবার বিকেলে অতি সঙ্কটজনক সুরজিৎকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷ প্রাক্তন ফুটবলারের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিয়েছেন তিনি ৷ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই নানারকম শারীরিক জটিলতা তৈরি হয়েছিল সুরজিতের। ছিল হৃদযন্ত্রের জটিলতাও । কৃত্রিম হৃদযন্ত্রের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছিল লাল-হলুদ জার্সিতে ১৯৭৫ মোহনবাগানকে পাঁচ গোলে হারানোর অন্যতম নায়ককে।