দেশ

মহারাষ্ট্র উপকূলে সন্দেহজনক বিদেশি নৌকো, জারি হাই অ্যালার্ট

মহারাষ্ট্রের উপকূলে চাঞ্চল্য! দেখা মিলল সন্দেহজনক বিদেশি নৌকার। ঘটনাটি ঘটেছে রায়গড় জেলার রেভদান্ডা উপকূলের কাছে। কোরলাই উপকূল থেকে আনুমানিক দুই নটিক্যাল মাইল (৩,৭০৪ কিমি.) দূরে ওই নৌকাটিকে প্রথমে নজরে আসে নিরাপত্তা কর্মীদের। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দল-সহ একাধিক নিরাপত্তা সংস্থা। উপকূলের ওই এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক।সোমবার রায়গড়ের পুলিশ সুপার আঞ্চল দলাল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলার অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। রায়গড় পুলিশ, বম্ব ডিসপোজাল স্কোয়াড, কুইক রেসপন্স টিম (QRT), ভারতীয় নৌসেনা ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, নৌকাটিতে বিদেশি একটি দেশের চিহ্ন রয়েছে এবং সম্ভবত সেটি ভেসে এসে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছে। তবে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে নৌকাটির কাছে পৌঁছনো কঠিন হয়ে পড়ে। পুলিশ সুপার নিজে একটি বার্জ নিয়ে কাছে পৌঁছনোর চেষ্টা করলেও আবহাওয়া খারাপ থাকায় তাঁকে ফিরে আসতে হয়। পরিস্থিতির গুরুত্ব বিচার করে ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উপকূলজুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।