বহরমপুর গার্লস কলেজের প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী হত্যা মামলার দোষী সাব্যস্ত হয়েছেন সুতপার প্রেমিক সুশান্ত চৌধুরী। বুধবার তার শাস্তি ঘোষণা করা হবে। ২০২২ সালের ২ মে বহরমপুরের একটি গার্লস হোস্টেলের সামনে ভর সন্ধ্যাবেলা খুন হন মালদার ইংরেজবাজারের বাসিন্দা সুতপা চৌধুরী। অভিযোগ ওঠে সুশান্ত চৌধুরী নামে এক যুবকের বিরূদ্ধে। প্রাথমিক অনুমান করা হয়, প্রেমের সম্পর্কে প্রত্যাখ্যাত হয়ে সুশান্ত সুতপাকে খুন করেছে। খুনের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় তাকে। জানা যায়, প্রেমের সম্পর্ক থাকলেও সুতপা সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন এবং বহরমপুরের কলেজে এসে ভর্তি হন। বদলা নিতে সুশান্তও গোরাবাজার এলাকায় মেস নিয়ে থাকতে শুরু করে। ঘটনার দিন সে সুতপার মেসের সামনে গিয়ে তার নাম ধরে ডাকাডাকি করতে শুরু করে। সুতপা বেরিয়ে এলে তাকে কুপিয়ে খুন করে সুশান্ত। ঘটনায় একাধিক প্রত্যক্ষদর্শী সুশান্তর বিরূদ্ধে সাক্ষ্য দেন। ওই যুবককে আইপিসি ৩০২ এবং অস্ত্র আইনের ২৮ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। রায় ঘোষণার পর সুতপার বাবা জানান, ‘আদালতের এই রায়ে আমি খুশি ।আমি বিচার ব্যবস্থার কাছে আমার মেয়ের খুনির মৃত্যুদণ্ডের দাবি রাখছি।’


