দেশ

জেএনইউ ক্যাম্পাসে বাম-তৃণমূলকে তোপ শুভেন্দু-সুকান্তর

সন্দেশখালি প্রসঙ্গ এবার রাজধানীর ক্যাম্পাসে তুলে ধরলেন বঙ্গ বিজেপির অন্যতম দুই মুখ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার। দিল্লির জহরলাল নেহেরু ইউনিভার্সিটির এবিভিপির ইউনিট বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শনিবার আমন্ত্রণ জানিয়েছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীদের সামনে সন্দেশখালিতে মহিলাদের ওপর নারকীয় অত্যাচারের অভিযোগ-সহ নানান বিষয় বিস্তারিতভাবে এদিন তুলে ধরেন শুভেন্দু- সুকান্তরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে সরব হন দুই বঙ্গ পদ্ম নেতা। প্রথম দিন থেকে সন্দেশখালিতে কী কী হয়েছে তা সমস্তটাই উল্লেখ করেন তাঁরা। বিজেপি কেমন ভাবে সেখানে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছে। মহিলাদের ওপর নির্যাতন-সহ একাধিক ইসুতে শাসক দল ও রাজ্য সরকারকে নিশানা করেন শুভেন্দু- সুকান্তরা। বাম ছাত্র রাজনীতির ঘাঁটিতে গিয়ে সুকান্ত বলেন,”বাম জমানার মতোই অত্যাচার চালাচ্ছে তৃণমূল”।