কলকাতা

শপথ গ্রহণের দিন ঘোষণা, বাংলার রাজ্যপালের দায়িত্বে সি ভি আনন্দ বোস

বাংলার নতুন রাজ্যপাল হচ্ছেন সি ভি আনন্দ বোস ।  জানা গিয়েছে, বাংলার নতুন রাজ্যপাল এবার শপথ গ্রহণ করতে চলেছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে শপথ গ্রহণের জন্য নয়া রাজ্যপালকে ২১ শে নভেম্বর থেকে ২৩ শে নভেম্বরের মধ্যে দিন গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল। নতুন রাজ্যপাল বেছে নিয়েছেন ২৩ শে নভেম্বর দিনটি। প্রসঙ্গত, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক একেবারেই ভালো ছিল না বলে মনে করেন অনেকেই। কার্যত প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর বিরোধ দেখা গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় যায়, যেখানে রাজ্যের শাসক দল সরাসরি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে রাজ্যপাল জগদীপ ধনকরকে সরানোর আবেদন করা হয়। তারপর আচমকাই রাজ্যপাল জগদীপ ধনকরকে সরিয়ে উপরাষ্ট্রপতি পদে মনোনীত করে বিজেপি।রাজ্যপাল জগদীপ ধনকর চলে যাবার পর মেঘালয়ের রাজ্যপাল লা গনেশন অস্থায়ীভাবে বাংলার দায়িত্ব নিয়েছিলেন। আর এবার পশ্চিমবঙ্গের দায়িত্ব নিতে চলেছেন রাজ্যপাল হিসেবে মনোনীত সি ভি আনন্দ বোস। জানা গিয়েছে, রাজ্যপাল হিসেবে সি ভি আনন্দ ঘোষের নাম ঘোষণার পরেই তাঁকে ফোন করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।