দেশ

Swiggy : ট্রেন সফরকালে এবার থেকে যাত্রীদের খাবার সরবরাহ করবে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা ‘সুইগি’

এবার থেকে ট্রেনে বসেও খাওয়া যাবে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা পছন্দের খাবার ৷ এর নেপথ্যে আছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা ‘সুইগি’ ৷ বিষয়টি একটু খুলেই বলা যাক ৷ আগামী ১২ মার্চ থেকে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়া স্টেশন থেকে যাত্রীদের খাবার সরবরাহ করবে সুইগি ৷সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ৫৯ স্টেশনে খাবার সরবাহ করবে সুইগি ৷ মঙ্গলবার সুইগির পক্ষ থেকে একটি মউ চুক্তি স্বাক্ষর হয়েছে ইন্ডিয়ান অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) এর সঙ্গে ৷ এই সমস্ত স্টেশনে প্রি-অর্ডার করা খাবার সরবারহ করা হবে ৷ সেই মর্মেই এই চুক্তি স্বাক্ষর করা করেছে সুইগি মার্কেট প্লেস ৷ এই প্রসঙ্গেই আইআরসিটি-র চেয়ারম্যান ও ব্যবস্থাপান পরিচালক সঞ্জয় কুমার জৈন বলেন, “ট্রেন যাত্রীদের সফর আরও আনন্দদায়ক করতে এবং সফরের সময়ে খাবারের যাতে কোনও সমস্যা না হয় তাই এই উদ্যোগ ৷ “সুইগির সিইও রোহিত কাপুর বলেন, “আমরা এই রুটে যাত্রী এবং রেস্তোরাঁ অপারেটরদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য আশাবাদী ৷ আশা করি, আমরা আরও স্টেশনে এবং নতুন রুটে পরিষেবা প্রদান করতে পারব। রেল যাত্রার সময় যাত্রীরা যদি বিভিন্ন রাজ্যের খাবারের স্বাদ পান তবে তাদের যাত্রাও সুন্দর হবে ৷”এই মউ চুক্তিতে উল্লেখ করা হয়েছে, সুইগি বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়া স্টেটনগুলিতে খাবার পৌঁছে দেবে ৷ শীঘ্রই আরও 59টি স্টেশনের যাত্রীদের খাবার সরবরাহ করবে ৷ রেল যাত্রীদের খাবার আইআরসিটি অ্যাপ পিএনআর নম্বর দিয়ে খাবার অর্ডার করতে পারবেন ৷ পছন্দের স্টেশনে সুইগি থেকে খাবার নিতেও পারবেন ৷